বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
আশুলিয়ায় অভিযান চালিয়ে মাসুম আহম্মেদ (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে আশুলিয়ার গনকপাড়া আমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাসুম আহম্মেদ (৪৬) আশুলিয়ার শিমুলিয়া নতুন বন্দর এলাকার মৃত সিরাজ উদ্দিন আহম্মেদের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আশুলিয়ার শিমুলিয়া বাজার এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার গনকপাড়া আমতলা এলাকার তিন রাস্তার মোড়ের পাশে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে পৌছিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগের ভিতরে রক্ষিত পেপার কাগজ দিয়ে মুড়ানো মোট ১০ বোতল নিষিদ্ধ মাদক ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই আবুল হাসান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান এই চৌকস পুলিশ কর্মকর্তা।