শনিবার, ১৭ মে ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
এক সাথে এক মঞ্চে এ শ্লোগান সামনে রেখে সাভারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের বিশেষ সাধারণ সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন এনডিসি।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম আরিফুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন ফর মাস এডভান্সমেন্ট নেটওয়ার্কের ভাইস চেয়ারম্যান এইচ এম আবদুল কাইয়ুম,দ্রুতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুর রহমান,আমিন বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ফালান,ট্রেড ইউনিয়ন প্রতিনিধি শেখ আন নাফী প্রমুখ। সভায় সারা দেশ থেকে সংগঠনের ৩ শতাধিক সদস্য অংশ গ্রহন করন।
সভায় প্রধান অতিথি বলেন আমাদের দেশে ইলেকট্রিশিয়ানদের সুরক্ষার তেমন কোন ব্যবস্থা নেই। কাজের মধ্যে প্রায় তারা প্রায়ই হতাহত হন। মুহুর্তের মধ্যে জীবনে নেমে আসে দূর্ঘটনা। তাদের নেই ইউনিফর্ম,জীবন বীমাসহ কোন সূযোগ সুবিধা। । এগুলো বাস্তবায়ন করতে হলে সকলকে এগিয়ে আসতে হবে।