মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোটার : আশুলিয়ায় বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওয়াজেদের অপসারনের দাবীতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
দুপুরে আশুলিয়া প্রেসক্লাব ও ডিইপিজেডের প্রধান ফটকের সামনে দুই দফায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির পালন করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার (০১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়াজেদের একটি ভিডিও ভাইরাল হয়।
সেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দেখা যায় প্রতিষ্ঠানের সিনিয়র কিছু শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষার্থীদের অশালীন ও আপত্তিকর ভাষায় গালি-গালাজ করতে।
শিক্ষক – শিক্ষিকাদের গালির এমন দৃশ্য দেখে ক্ষিপ্ত হয়ে যায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। দাবি তুলেন অপসারণের। অপসারণ না হওয়া পযন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস