জানা গেছে, দুই সপ্তাহ আগেও একই এলাকায় একই স্থানের অবৈধ গ্যাসসংযোগ দিনভর বিচ্ছিন্ন করেন তিতাসের কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু এর কয়েকদিন যেতে না যেতেই রাতের আঁধারে ফের অবৈধ গ্যাস সংযোগ স্থাপন করেছেন অসাধু ব্যক্তিরা। প্রতিটি বাড়িওয়ালার কাছ থেকে ৩০ থেকে ৪০ হাজার করে টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেন অসাধু ব্যক্তিরা।
প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম জানান, সকাল থেকে আশুলিয়ার কাঠগড়ার মোল্লাবাড়ি ও পালোয়ানপাড়া এলাকায় ১ কিলোমিটার জুড়ে অবৈধভাবে নেওয়া প্রায় ৫ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় মাটির নিচে থাকা গ্যাস সরবরাহের কয়েক শত গজ পাইপ জব্দ করা হয়। আমরা অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে যাচ্ছি। অভিযানে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় আশুলিয়া থানার অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন ছিলো।