বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে দুই পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতরে আটকা পড়েন দুই চালক।
এ সময় গাড়ির ভেতরে তাদের আর্তচিৎকারে জড়ো হন এলাকাবাসী। সঙ্গে সঙ্গে ছুটে আসেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় গাড়ির ভেতরে আটকাপড়া চালক সেকুল মিয়াকে গাড়ির দরজা কেটে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আহত দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার সিলেট-জকিগঞ্জ রোডের হেতিমগঞ্জের হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ছেড়ে আসা ও গোলাপগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দুইটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সিলেট-জকিগঞ্জ রোডের হেতিমগঞ্জের হাজীপুর এলাকায় পৌঁছলে এ গাড়ি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়ি দুটি।
দুর্ঘটনায় গুরুতর আহত হন গাড়িচালক হবিগঞ্জের বাহুবল উপজেলার সেকুল মিয়া (৩০) ও উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সালামভাগ গ্রামের রফিকুল ইসলাম (৫০)। তাদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর সেখানে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ছুটে এসে গাড়ির দরজা কেটে চালক সেকুল মিয়াকে বের করে আনা হয়।
গোলাপগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িগুলো থানায় নিয়ে আসা হয়েছে।
এসএস