বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর ঘিরে পরিকল্পিত আধুনিক বন্দরনগরী স্থাপন ও পর্যটন শিল্পের বিকাশে গঠন করা হচ্ছে পায়রা উন্নয়ন কর্তৃপক্ষ। এজন্য পায়রা উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। চলতি মাসের (জানুয়ারি) মধ্যেই খসড়াটি চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হচ্ছে।
এছাড়া আগে সিদ্ধান্ত হওয়া রংপুর, সিলেট ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়ায়ও গতি পাচ্ছে। আগামী জুনের মধ্যে এই তিন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া চূড়ান্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণত বিভাগীয় শহর বা জেলা শহরে উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়। দেশে এখন ছয়টি উন্নয়ন কর্তৃপক্ষ আছে- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন চূড়ান্ত হয়েছে, তবে এখনও কর্তৃপক্ষ গঠন করা হয়নি।
পায়রা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়টি ব্যতিক্রম। সমুদ্র বন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে প্রকল্প চলমান পায়রা ঘিরে এমন কর্তৃপক্ষ গঠন এটাই প্রথম বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পায়রা বন্দর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া ও বালিয়াতলী সংলগ্ন রামনাবাদ চ্যানেল ও কাছাকাছি আন্ধারমানিক নদী তীরবর্তী এলাকায় অবস্থিত। গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পায়রা বন্দর ঘিরে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ হয়েছে। চার লেনের সড়ক নির্মাণ করা হয়েছে। বর্তমানে পায়রা বন্দর সংলগ্ন এলাকায় শেরেবাংলা নৌঘাঁটি নির্মাণের কাজ চলছে। পায়রা সমুদ্র বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলের বিভিন্ন ধরনের উন্নয়ন হচ্ছে।
পায়রা সমুদ্রবন্দরের কাছাকাছি এলাকায় আধুনিক বন্দরনগরী স্থাপন এবং কুয়াকাটা পর্যটন অঞ্চল, রাঙ্গাবালী উপজেলার সোনারচরসহ পার্শ্ববর্তী দ্বীপ এবং তালতলী, পাথরঘাটা সমন্বয়ে একটি আকর্ষণীয় পর্যটন অঞ্চল প্রতিষ্ঠা করার প্রয়োজনে পায়রা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হচ্ছে বলেও জানান গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
গণপূর্ত মন্ত্রণালয় থেকে জানা গেছে, ‘পায়রা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২১’ এর খসড়া পরীক্ষা-নিরীক্ষা করে মতামত দিতে মন্ত্রিপরিষদ বিভাগের আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষাপূর্বক মতামত প্রদান সংক্রান্ত কমিটিতে পাঠানো হয়েছে। কমিটি কিছু পর্যবেক্ষণ দিয়ে এটি ফেরত পাঠিয়েছে।
এর আগে ২০১৪ সালের ৯ জুন রংপুর, সিলেট ও বরিশাল বিভাগে উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি। কিন্তু এখনও এ সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত করা যায়নি।
এসএস