বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে (সাভার) মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ ৪ জন। অন্য ৩ জন হলেন, গণফ্রন্টের নুরুল আমীন, বাংলাদেশ সুপ্রীম পার্টির মো: জুলহাস ও ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারী।
আজ বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন ডা. এনামুর রহমান। মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করে আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার ঘোষণা দেন।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন-সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র হাজ্বী আব্দুল গণি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, পৌরনসভার দুই নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মশিউর রহমান খান সম্রাট, ৪নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন, ভাকুর্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী, মুক্তিযোদ্ধাগণসহ সর্বস্তরের জনগন এসময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ঢাকা ১৯ (সাভার) আসনের মহিলা ভোটার ৩,৬৮,৯৩৫ জন, পুরুষ ভোটার ৩,৮৭,৪৬৮ জন এবং হিজড়া সম্প্রদায় ১৩ জনসহ মোট ভোটার সংখ্যা ৭.৫৬,৪১৬ জন, আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।