মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সাভারের ভরারী এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জুয়ারীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে প্লেয়িং কার্ড (টাস) সহ নগদ টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোররাতে সাভারের ভরারী বটতলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ধল্লা খানপাড়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে আব্বাস মিয়া (৫৫), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ঝাউদিয়া এলাকার মৃত আঃ মজিদের ছেলে শুকুর আলী (৫২), ফরিদপুর জেলার বোয়ালমারী থানার চরদত্তরকাঠি এলাকার আব্দুল হাকিম কাজীর ছেলে লুৎফর রহমান কাজী (৫২), গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানার এনায়েতপুর এলাকার মধু মিয়ার ছেলে মোঃ সাইফুল মিয়া (৪৫), পটুয়াখালী জেলার গলাচিপা থানার ডাকুয়া এলাকার মৃত আব্দুস সাত্তার মৃধার ছেলে মোঃ দুলাল (৪০) ও দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার মৃত গহির উদ্দিন মন্ডলের ছেলে হামিদুল ইসলাম (৩৬), তারা সবাই সাভারের রাজফুলবাড়ীয়াসহ বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং বাকি দুইজন হলো সাভারের ভরারী এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ বাবু (৩৮) ও সাভারের রাজফুলবাড়ীয়া নগরচর এলাকার মোতালেবের ছেলে মালেক দেওয়ান (৪৮)।
ডিবি পুলিশ জানায়, আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কতিপয় জুয়ারী সাভারের ভরারী বটতলা এলাকায় জুয়ার আসর বসিয়েছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ জুয়ারীকে আটক করা হয়৷ এ সময় জুয়ার আসর থেকে দুই বান্ডেল টাস সহ নগদ ৯ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলার উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।