বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপের্টাার : সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলামের বদলির আদেশের পর এ উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগদান করতে যাচ্ছেন গোপালগঞ্জ কোটালীপাড়ার ইউএনও ফেরদৌস ওয়াহিদ।
জানা গেছে, আজ সোমবার (৪ ডিসেম্বর ২০২৩) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম পর্যায়ে দেশের ৮ বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবকিতায় সাভার উপজেলা নিবার্হী অফিসার মো: মাজহারুল ইসলামকে নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় বদলী করা হয়েছে। তার স্থলাভিক্ত হতে আসছেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা নিবার্হী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
জানা গেছে, ফেরদৌস ওয়াহিদের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে।