বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : সাভারে একটি দুরপাল্লার বাসে গোপনে বহন করা পাঁচ হাজার পিস ইয়াবাসহ বাসের চালক ও বাস আটক করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় চালকের সহকারী আরমান পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার হাইওয়ে থানার সামনে মাদকসহ তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর আলম (৩০) খাগড়াছড়ি জেলা সদর থানার পুলিশ লাইন খাগরাপুর গ্রামের মো: আবু তাহেরের ছেলে। সে আমেরিকান পরিবহনের চালক।
এবিষয়ে সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: বাবুল আক্তার বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি পরিবহন মাদকের চালান নিয়ে দ্রুত গতিতে গাজিপুরের চন্দ্রা এলাকায় যাচ্ছে। পরে আমরা সড়কে পেট্রোল টিম করে বাসটি আটকের পর তল্লাশি করে চালকের আসনের পেছন থেকে একটি স্কুল ব্যাগের ভেতর থেকে প্রায় পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়েছে বাসটিকে।
উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এর আগে চালকের সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় একটি মাদক মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে।