সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৯ পূর্বাহ্ন

নোটিশঃ
সারাদেশে ব্যাপী প্রতিনিধি/সংবাদদাতা নিয়োগ চলছে আগ্রহীরা ইমেইলে সিভি পাঠান- ‍admin@dailybdnews360.com  । আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।

৪ বলের ব্যবধানে প্যাভিলিয়নে তামিম-মুমিনুল

স্পোর্টস ডেস্ক : শুরুর ধাক্কা কাটিয়ে উঠে ভালো কিছুর ইঙ্গিত মিলেছিল তামিম ইকবাল ও মুমিনুল হকের ব্যাটে। জুটির ফিফটি করে দলের রান বাড়িয়ে নিচ্ছিলেন তারা। কিন্তু এই ভালো সময়ের স্থায়িত্ব বেশিক্ষণ থাকেনি। মুমিনুলের বিদায়ের পরপরই তামিম প্যাভিলিয়নে ফিরলে বিপদ বাড়ে বাংলাদেশের। ৪ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

ঢাকার টেস্টের দ্বিতীয় দিনে অভিজ্ঞ দুই ব্যাটসম্যানের বিদায়ে বাংলাদেশে হারায় ৪ উইকেট। ১৭ ওভারে ৭২ রান তুললে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে কঠিন চাপে পড়ে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে করেছে ৪০৯ রান।

১১ রানে ২ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ওই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু তামিম-মুমিনুলের। দারুণ ব্যাটিংয়ে তারা প্রাথমিক বিপর্যয় কাটিয়েও উঠেছিল। কিন্তু ভুল হয়ে গেল মুমিনুলের। রাকিম কর্নওয়ালের হঠাৎ লাফিয়ে ওঠা বল তার ব্যাটে লেগে জমা হয় উইকেটকিপার জোশুয়া দা সিলভার গ্লাভসে। ৩৯ বলে ৪ বাউন্ডারিতে ২১ রান করা মুমিনুলের বিদায়ে ভাঙে তামিমের সঙ্গে তার গড়া ৫৮ রানের জুটি।

সঙ্গীকে হারিয়ে তামিমও টিকতে পারেননি বেশিক্ষণ। ৪ বল পরই ফিরে যান বাঁহাতি ওপেনার। আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান বাড়িয়ে নেওয়াই কাল হলো তামিমের। আলজারি জোসেফের বলে মিডউইকেটে ধরা পড়েন তিনি শেন মোসেলির হাতে। ফেরার আগে ৫২ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন ৪৪ রানের ইনিংস।

দেড় বছর পর ফিরে সৌম্য টিকলেন ৪ বল

শ্যানন গ্যাব্রিয়েল ঝড়ে এলোমেলো বাংলাদেশ। মাত্র ১১ রানে হারিয়েছে ২ উইকেট! ওয়েস্ট ইন্ডিজকে ৪০৯ রানে অলআউট করে প্রথম ইনিংস শুরু করে ভীষণ চাপে স্বাগতিকরা। ব্যর্থতার চোরাবালিতে আটকে দলের বিপদ বাড়িয়ে গেছেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।

প্রায় দেড় বছর পর টেস্টে ফিরেছেন সৌম্য। সাকিব আল হাসানের চোটে দলে সুযোগ পেলেও ঢাকা টেস্টের একাদশে বাঁহাতি ব্যাটসম্যান আসলে খেলছেন চোটে পড়া ওপেনার সাদমান ইসলামের জায়গায়। ওপেনারের ভূমিকায় নেমে পুরোপুরি ব্যর্থ তিনি। নির্বাচকদের আস্থা জবাব একেবারেই দিতে পারলেন না প্রথম ইনিংসে। তার ইনিংসের দৈর্ঘ্য মোটে ৪ বল। রানের খাতা খোলার আগেই শিকার গ্যাব্রিয়েলের।

সাকিবের চোট টেস্ট দলের দরজার খুলে দিলেও প্রথম ইনিংসে সুযোগটা কাজে লাগাতে পারেননি সৌম্য। কাইল মায়ার্সের হাতে ধরা পড়ে প্যাভিলিয়নে পথে হাঁটার সময় বোঝা গেছে, লম্বা সময় পর টেস্টে ব্যাটিংয়ে নামায় আত্মবিশ্বাসের ঘাটতি ছিল তার মধ্যে।

সৌম্য না হয় অনেকদিন পর লাল বলের ক্রিকেটে, কিন্তু শান্তর ক্ষেত্রে তো বিষয়টি তা নয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের নিয়মিত মুখ তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টেও খেলেছেন। কিন্তু ব্যর্থতার বৃত্ত ভেঙে কিছুতেই বেরোতে পারছেন না এই তরুণ ব্যাটসম্যান। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে হতাশ করা শান্ত আবারও ব্যর্থ। মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। আগের বলে বাউন্ডারি হাঁকিয়ে গ্যাব্রিয়েলের পরের বলেই ক্যাচ দিয়েছেন এনক্রুমা বনারকে। মাত্র ২ বল স্থায়ী ছিল তার ইনিংস।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৪০৯

তাইজুল ইসলাম ও আবু জায়েদ রাহী দুজনই নিলেন ৪টি করে উইকেট। কিন্তু তাদের জ্বলে ওঠাটা একটু দেরিতে হয়ে গেছে! তাই ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে গড়ে ফেলেছে বড় স্কোর। সেঞ্চুরির কাছাকাছি যাওয়া তিন হাফসেঞ্চুরিতে ক্যারিবিয়ানরা অলআউট হওয়ার আগে করেছে ৪০৯ রান।

আস্থার জবাব দিয়ে তাইজুল বোলিং করেছেন ৪৬.২ ওভার। তার বলে শ্যানন গ্যাব্রিয়েলের বিদায়ে অলআউট হয় ক্যারিবিয়ানরা। বাঁহাতি স্পিনার ১০৮ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। অন্যদিকে চট্টগ্রাম টেস্টে উপেক্ষিত থাকার জবাব রাহী দিয়েছেন ৪ উইকেট তুলে নিয়ে। ২৮ ওভারে তার খরচ ৯৮ রান। আর একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। নাঈম হাসান ২৪ ওভার বল করেও সাফল্য পাননি।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটাও ভালো যায়নি বাংলাদেশের। এরপর লাঞ্চ থেকে ঘুরে এসেও সুবিধা করতে পারেনি। তবে তাইজুল ও রাহী জ্বলে ওঠায় ২৫ রানে শেষ ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীরা বড় সংগ্রহ দাঁড় করালেও আক্ষেপ আছে যথেষ্ট। তিন ব্যাটসম্যান সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও তিন অঙ্কের ঘরে যেতে পারেননি। জোশুয়া দা সিলভা ৯২, এনক্রুমা বনার ৯০ ও আলজারি জোসেফ আউট হয়েছেন ৮২ রানে।

 

সংবাদটি শেয়ার করুন:

আর্কাইভ

SatSunMonTueWedThuFri
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
31      
   1234
       
     12
       
  12345
2728     
       
  12345
27282930   
       
28293031   
       
891011121314
29      
       
    123
18192021222324
       
      1
2345678
30      
© All rights reserved © 2019 Dailybdnews360.Com
Design & Developed BY-Dailybdnews360.com
error: কপি করা যাবে না !!