সোমবার, ১৪ Jul ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
এ সময় তাকে বাঁচাতে গিয়ে মো. মনির হোসেন নামের আরেক চালক আহত হন।
শনিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাবুল মোল্লার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহাবুব ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা আনছার আলীর ছেলে। আহত মনির পশ্চিম ইলিশা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শনিবার দুপুরে বোরাক চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন মাহাবুব। ওই সময় মনির তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মাহাবুবকে মৃত্যু ঘোষণা করেন। আহত মনির হাসপাতালে চিকিৎসাধীন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম