বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আজ বুধবার বিকেলে এই রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামির নাম মো. কাওসার। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা।
বরিশাল জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) ফয়েজুল হক বলেন, আসামি কাওসার পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালে উজিরপুরের নারায়ণপুর এলাকার মাহমুদা আক্তারের (২০) সঙ্গে বিয়ে হয় বানারীপাড়ার নাজিরপুর এলাকার কাওসারের। বিয়ের পর থেকে কাওসার যৌতুকের দাবিতে মাহমুদাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন। এর জেরে ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে তিন মাসের অন্তঃসত্ত্বা মাহমুদাকে মারধর করার পর শ্বাসরোধে হত্যা করেন কাওসার। এ ঘটনায় মাহমুদার বোন ময়না বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় নিহত মাহমুদার স্বামী কাওসারকে অভিযুক্ত করে একই বছরের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।