রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
আটক শফিকুল ইসলাম শাহিন। ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মা-মেয়েকে হত্যাকারী সেই পাষণ্ড স্বামী শফিকুল ইসলাম শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ শহর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম।
ওসি আরও জানান, শাহিনের বড় মেয়ে লাবন্য বাদী হয়ে ময়মনসিংহ কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ সদরের খাগডহর এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও এক সন্তানকে শ্বাসরোধে হত্যা করে পাষণ্ড স্বামী শফিকুল ইসলাম শাহিন। নিহতরা হলেন, রুমা আক্তার (৩৮) ও নাফিয়া আক্তার (১২)। এ হত্যাকাণ্ড দেখে ফেলায় আরেক মেয়ে লাবন্যকে হত্যা চেষ্টা করে পাষণ্ড পিতা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। হত্যার পর পরই পাষণ্ড পিতা শাহিন পালিয়ে যায়।
এসএস