সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক : একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন তিনি। বলা চলে বলিউডে দীপিকা পাড়ুকোনের এখন রাজত্ব। এছাড়া কম কথার মানুষ দীপিকা। বিতর্কেও বেশি জড়ান না। এবার নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুললেন তিনি। ওই ঘটনার প্রতিবাদে যেভাবে আন্দোলন জোরদার হয়েছে তাতে তিনি গর্বিত বলে মন্তব্য করেছেন ছপাক অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, অভিনেতাদের মতামতের কোনও দাম নেই। কেউ পাত্তা দেন না তাদের কথার। তাই তিনি মুখ না খোলারই চেষ্টা করেন।
তিনি আরও বলেন, অনেক সময়েই ভিন দেশের অভিনেতা, শিল্পীদের এদেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি বা নির্দেশ দেওয়া হয়। এটা ঠিক নয়। সংস্কৃতির আঙিনায় রাজনীতি কেন ছায়া ফেলবে! এতে দেশের সুস্থ সংস্কৃতি নষ্ট হয়ে যাবে।
একই সঙ্গে তিনি জানান, অনেকে কথায় কথায় মুখ খুলতে ভালোবাসেন। অনেকে নীরব প্রতিবাদ করেন। তিনি বেশি বলতে ভালোবাসেন না। নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুলে ট্রোল হয়েছেন যেসব বলিউড শিল্পী তাদেরও সমর্থন জানান তিনি।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস