মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
মিসবাহ-উল-হক। ফাইল ছবি
স্পোর্টস রিপোর্টার : অস্ট্রেলিয়া সফরে চরম ব্যর্থ পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হেরে যায় পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত।
এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে ইনিংস ব্যবধানে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার মাঠে টানা ১৪ টেস্ট হারের বাজে বিশ্বরেকর্ড গড়েছে মিসবাহ-উল-হকের শীষ্যরা।
অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্সের জন্য নির্দিষ্ট করে তিনজন ক্রিকেটারকে দায়ী করছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মিসবাহ।
তিনি বলেন, ইয়াসির শাহ এবং মোহাম্মদ আব্বাস আমাদের প্রধান বোলার। অথচ তারা অস্ট্রেলিয়ায় বোলিংয়ে সাফল্য পায়নি। অন্যদিকে টেস্ট অধিনায়ক আজহার আলী প্রত্যাশিত ব্যাটিং করতে পারেনি। অধিনায়কের বাজে পারফরম্যান্সের প্রভাব দলের ফলাফলের ওপর পড়েছে।
মিসবাহ আরও বলেন, অপরিচিত কন্ডিশনে দলের সেরা ক্রিকেটাররা প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলে ফলাফল খারাপ হবেই।
দুই টেস্টে ইনিংস ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার জন্য ব্যাটসম্যানদেরও দায়ী করেছেন তিনি। মিসবাহ বলেন, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা দাপুটে ব্যাটিং করে রানের পাহাড় গড়েছে। অথচ আমাদের ব্যাটসম্যানরা সময়ের ব্যবধানে আউট হয়ে সাজঘরে ফিরেছে। এখানে সফল হতে হলে আমাদের আরও উন্নতি করতে হবে এবং অস্ট্রেলিয়ার পরিস্থিতিতে কীভাবে বোলিং করতে হবে তা শিখতে হবে।
দনিকবিডিনিউজ৩৬০/এসএম