রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : নারায়ণগঞ্জে আইনজীবীর চেম্বারে ডেকে এনে তারই সহকারীর (মুহুরী) সহায়তায় এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে
নারায়ণগঞ্জে আইনজীবীর চেম্বারে ডেকে এনে তারই সহকারীর (মুহুরি) সহায়তায় এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ধর্ষক যুবক দিদার (২২) ও মুহুরি মুন্না (২৩)।
এ ঘটনায় ধর্ষিত তরুণী গতকাল বৃহস্পতিবার সকালে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করলে ওই দিন রাতেই ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টায় ফতুল্লার চাঁনমারী এলাকার অ্যাডভোকেট এস এম করিমের পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আইনজীবী কেফায়েত উল্লাহর চেম্বারে। গ্রেপ্তার দিদার চাঁদপুর জেলার হাইমচর থানার চরভৈরবী গ্রামের কালু ছৈয়ালের ছেলে ও মুন্না ফতুল্লা থানার কায়েমপুর এলাকার মৃত শরীফ সরদারের ছেলে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, নারায়ণগঞ্জ শহরের তল্লা বড় মসজিদ এলাকায় বসবাসকারী তরুণীর সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয় একই এলাকার যুবক দিদারের। এর সূত্র ধরে তারা মেসেঞ্জারে চ্যাটিংসহ মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ করত। গত ১৫ আগস্ট দিদার মোবাইল ফোনের মাধ্যমে তরুণীকে আইনজীবী কেফায়েত উল্লাহর চেম্বারে ডেকে আনে। একপর্যায়ে মুহুরি মুন্নার সহোযোগিতায় দিদার ওই তরুণীকে ধর্ষণ করে। এ ঘটনায় তরুণী বাদী হয়ে বৃহস্পতিবার মামলা করলে পুলিশ ধর্ষক দিদার ও মুহুরি মুন্নাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানান ওসি।
এ বিষয়ে আইনজীবী কেফায়েত উল্লাহ বলেন, গ্রেপ্তার মুন্না তার সহযোগী হিসেবে কাজ করত সত্যি। তবে এ ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না।
এসএস