সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
মুশফিকুর রহিম। ফাইল ছবি
স্পোর্টস রিপোর্টার : আইপিএলের নিলামে কোনো দল পাননি উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার বেইজ প্রাইজ ছিল ৭৫ লাখ। কিন্তু মুশফিকের কোনো ফ্রাঞ্চাইজি প্রতি আগ্রহ দেখায়নি।
আইপিএলের নিলাম তালিকায় শুরুতে নিজের নাম নিবন্ধন করেছিলেন মুশফিকুর রহিম। এরপর নিলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু ফ্রাঞ্চাইজিদের আগ্রহে মুশফিকের নাম আবার নিবন্ধন করা হয়। চূড়ান্ত তালিকা থেকেই আজ তাকে নিলামে উঠানো হয়েছিল। কিন্তু নিলামে তার প্রতি কেউ আগ্রহ না দেখানোয় আনসোল্ড থাকেন মুশফিক।
প্রথমবার কলকাতায় বসেছে আইপিএল নিলামের আসর। নিলামের ৩৩৮ ক্রিকেটারের মধ্যে থেকে আটটি ফ্র্যাঞ্চাজি সর্বমোট কিনতে পারবে ৭৩ ক্রিকেটার।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম