শনিবার, ০৩ মে ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার : সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজন ঠেকানোর জন্য মুম্বাই হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন অভিষেক লগু নামের এক আইনজীবী।
মঙ্গলবার (১৮ আগস্ট) পিটিশন দায়ের করে এই আইনজীবী যেকোনো মূল্যে ভারতেই আইপিএল আয়োজনের আবেদন করেছেন।
দায়ের করা পিটিশনে নিজেকে বড় ক্রিকেটভক্ত হিসেবে উল্লেখ করে অভিষেক লগু লিখেছেন, আইপিএল কোনো চ্যারিটি ইভেন্ট নয়। করোনা মহামারির কারণে অনেক ব্যবসায় ধস নেমেছে। আইপিএলটা ভারতেই রাখলে এটি দেশের অর্থনীতির জন্য অনেক বড় একটা পরিবর্তন আনতে পারবে। দেশের জন্যই আইপিএল। এটি অন্য কোথাও আয়োজন করা উচিৎ নয়।
পিটিশনে তিনি উল্লেখ করেন, ভারতের বাইরে আইপিএল হতে দেয়া উচিৎ নয়। কেননা এর সঙ্গে প্রায় ৫০ কোটি টাকার ব্র্যান্ড ভ্যালু জড়িত রয়েছে; যা আসন্ন মৌসুমে আরও বাড়বে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস