রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : সমালোচিত মডেল সানাই মাহবুব করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে সানাইয়ের বড় ভাবি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সানাইয়ের অবস্থার অবনতি হলে আজ তাকে আইসিউতে নেওয়া হয়েছে।
এর আগে সানাই বলেন, ‘দুই সপ্তাহ আগে আমার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। আতঙ্ক নিয়েই নমুনা পরীক্ষা করিয়েছিলাম। অবশেষে বুধবার (৫ আগস্ট) ফলাফল এসেছে আমি কোভিড-১৯ পজিটিভ।’
সেসময় সানাই আরো বলেন, ‘আমি দোয়া চাই ভয়ংকর এই ভাইরাসের হাত থেকে যেন মুক্ত হতে পারি। আবার যেন কাজে ফিরতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।’
এদিকে সানাইয়ের শরীরে করোনাভাইরাস শনাক্তের পর পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস