শনিবার, ২৪ মে ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
বান্দরবান (লামা) প্রতিনিধি : আনন্দের সহিত জানানো যাচ্ছে যে, বান্দরবান পার্বত্য জেলা লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজু ও পাড়ার ৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত একটি দুর্গম দরিদ্র গ্রাম ধুইল্যাপাড়া।
দ্বীনদার মসজিদ প্রিয় দেশ-বিদেশে অবস্থানরত ভাই ও বোনদের সার্বিক সহযোগিতায় সদ্য নির্মিত ধুইল্যাপাড়া মসজিদ ও ফোরকানিয়া মাদরাসার নির্মাণ কমিটির সিদ্ধান্ত ক্রমে আগামী ৪ আগষ্ট মঙ্গলবার দুপুর ১২ টায় মসজিদ ও ফোরকানিয়া মাদরাসার শুভ উদ্ভোদন ও হেফজখানা নির্মাণের ভিত্তি স্হাপনের দিন ধার্য্য করা হয়েছে।
অনুষ্ঠানসূচি :
১/ খতমে কোরআন সকাল-১০টা
২/উদ্বোধনী আলোচনা সকাল-১১টা
৩/জোহরের নামাজ -১.৩০ মিনিট
৪/ফাতিহা মিলাদ মোনাজাত-২টা
৫/ সর্বশেষ তাবাররুক বিতরণ
উক্ত অনুষ্টানে আপনাদের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।
মসজিদ নির্মাণ কমিটির পক্ষে-মোহাম্মদ জসিম উদ্দিন
সরই,লামা, বান্দরবান
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস