সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
আগৈলঝাড়ায় গ্রেফতার জঙ্গি সংগঠন নব্য জেএমবির সক্রিয় সদস্য আবু নাঈম মোল্লা।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : বরিশালের আগৈলঝাড়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেসার্স মা মেডিকেল হল নামক একটি ওষুধের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে নাঈমের বাড়ি থেকে উদ্ধার করা হয় কথিত ইসলামের নামে রাষ্ট্র বিরোধী বিভিন্ন জেহাদি বই, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি করে বিভিন্ন প্রচারপত্র, মোবাইল ফোন, সিমকার্ডসহ বিভিন্ন তথ্য উপাত্ত।
গ্রেফতার হওয়া ওই জঙ্গির নাম আবু নাঈম মোল্লা (২০)। সে গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের নজরুল ইসলাম মোল্লার ছেলে এবং এবং সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র। নাঈম ওই ওষুধে দোকানে তিন মাস যাবত কর্মরত ছিল। নাঈমের পরিবার আগে উজিরপুর উপজেলার নয়াকান্দি এলাকায় বসবাস করত।
জানা যায়, অর্গানাইসড ক্রাইম, ফরেনসিক ও টেরর ফিনান্স উইং, এন্টি টেরোরিজম (এটিইউ) ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব উজ্জামানের নেতৃত্বে ১০ সদ্যর একটি দল ঢাকা থেকে আগৈলঝাড়ায় এ অভিযান অংশ নেয়। এ ঘটনায় এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) এসআই অজিত কুমার দাশ বাদি হয়ে সন্ত্রাস শনিবার রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ইন্সপেক্টর মো. খায়রুল ইসলাম জানান, নাঈমকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার সকালে আদালতে হাজির করা হয়েছে।
এজাহারের বরাত দিয়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তা আরও জানান, নাঈম এর আগে উপজেলা সদরের নূপুর ফার্মেসি ও ঢাকাতে কর্মরত ছিল। ঢাকায় সে নিয়মিত যাতায়াত করত। ফেসবুকে ‘আমি মুসলিম’, ‘প্রতিবাদী লেখক’ আইডি ব্যবহার করে প্রোপাগান্ডা চালাতো।
এসএস