রবিবার, ২৫ মে ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
ফাইল ছবি
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : এলাকায় আধিপত্য বিস্তারের জেলে মানিকগঞ্জে দিনেদুপুরে মাটি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বায়লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পেছনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ওই ব্যবসায়ীর নাম রিপন হোসেন লেবু (৪২)। তিনি সিংগাইর উপজেলার জামালপুর এলাকার মুসলেম উদ্দিনের ছেলে।
বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু জানান, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পেছনে কয়েক জন দুর্বৃত্ত তাকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রাখে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সাঈদা বিন খান জানান, সকাল সাড়ে ১১ টার দিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রিপন হোসেনকে হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, এলাকায় আধিপত্য বিস্তারের জেরে লেবু মিয়াকে হত্যা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আটক করে আইনের আওতায় আনা হবে।
এসএস