রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : চলতি বছরের শুরুতেই মোহিত সুরির পরিচালনায় ‘মালাং’ সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন আদিত্য রায় কাপুর। এবার বলিউডের এই জনপ্রিয় অভিনেতা নাম লেখালেন ‘ওম : দ্য ব্যাটল ইনসোয়ার’ শিরোনামের আরও একটি অ্যাকশন সিনেমায়।
এই বছরের ডিসেম্বর থেকেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
ভারতের একটি শীর্ষস্থানীয় পত্রিকা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, চলতি বছরের ডিসেম্বরে ছবিটির নির্মাণকাজ শুরু হবে। সবকিছু সময় মেনে শেষ হলে ২০২১ সালের দ্বিতীয়ার্ধে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এই সিনেমাটি দিয়ে নির্মাণে অভিষেক হতে যাচ্ছে অ্যাকশন ডিরেক্টর টিনু ভার্মার ছেলে কপিল ভার্মার। লকডাউনের সময় সিনেমাটির স্ক্রিপ্ট কাজ শেষ করা হয়েছে। আদিত্য ছবিটির জন্য বিভিন্ন অ্যাকশন ফর্ম শিখছেন এবং নিজের লুকেরও পরিবর্তন নিয়ে আসছেন।
তবে এই সিনেমায় নায়িকা হিসেবে কে থাকছেন সেটি এখনো নিশ্চিত হয়নি।
প্রসঙ্গত, করোনার এই সময়েও বেশ ভালো সময় কাটাচ্ছেন অদিত্য। চলতি বছর মুক্তি পেয়েছে তার ৩টি সিনেমা। যদিও মালাংয়ের পরে ‘সড়ক ২’ এবং ‘লুডো’ দুটিই মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্মে। আর সে দুটির বক্স অফিস ফলাফলও খুব একটা আশা জাগানিয়ার নয়।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস