মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ:সুখবর দিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তার প্রিয় পরিচালক মণিরত্নমের নতুন ছবিতে এ বার দেখা যাবে তাকে। বহু দিন পর তামিল ইন্ডাস্ট্রিতে বিশ্বসুন্দরীর প্রত্যাবর্তন। তবে চমক আছে আরও! এই ছবিতে একসঙ্গে মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়াকে।
বচ্চন পরিবারে এখন খুশির হাওয়া। অমিতাভ বচ্চন ‘দাদাসাহেব ফালকে’সম্মানে সম্মানিত। অন্য দিকে বউমার তামিল ইন্ডাস্ট্রিতে পদার্পণ।
অওর প্যার হো গ্যায়া’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ঐশ্বরিয়া। তাৃই অনেকেরই ধারণা, এই সিনেমার মাধ্যমেই অভিনয়ের দুনিয়ায় পা রাখেন ঐশ্বরিয়া।
তবে না, এমনটা নয়, ঐশ্বরিয়া অভিনয়ে পা রেখেছিলেন মণিরত্নমের তামিল ছবি ‘ইরুভার’-এর মাধ্যমে। সে অনেক বছর আগের কথা। সেই মণিরত্নমের সঙ্গে আবার কাজ! খুশি ঐশ্বরিয়া।
এসএস /