রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় ডাকাতদলের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ জুন) দুপুরে আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়।
এর আগে, রোববার (১৮ জুন) রাতে আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে তাদের আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকরা হলেন- সাভারের ইসহাক মোল্লা (৩৭), মিনার হোসেন (২৮), মো. সোহেল (৩৮), আশুলিয়ার মো. সাগর (২০), মো. রায়হান (২৪) ও কাজী শরীফ (৩০)।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবিব খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, চাকু, ছোড়াসহ ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটা মামলা হয়েছে তিনি জানান।
তিনি আরও বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বহুদিন ধরে সাভার ও আশুলিয়া এলাকায় ডাকাতি করে আসছে বলে কথা স্বীকার করেছে।