সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
আশুলিয়ার জামগড়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে পোশাক শ্রমিক এক দম্পতি ও তাদের শিশু ছেলেকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা আনুমানিক তিনদিন আগে তাদের হত্যা করা হয়েছে।
শনিবার রাতে জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন ভবনের ৬তলা বাড়ির ৪তলার একটি ফ্ল্যাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোক্তার হোসেন বাবুল (৫০) ও তার স্ত্রী শাহিদা বেগম (৪০)। এই দম্পতির ১২ বছরের মেহেদী হাসান জয়। মোক্তার হোসেন ঠাঁকুরগাও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়।
এই দম্পতি আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিক।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার ওপর মা ও ছেলে দুজনের লাশ দেখতে পেয়েছি। পরে পাশের ঘর থেকে আরেকজনের লাশ পেয়েছি। মনে হয় এটি স্বামীর লাশ। ঘরে প্রচণ্ড দুর্গন্ধ। আনুমানিক ৩ দিন আগে তাদের হত্যা করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’