বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় চোলাইমদসহ আসামি গ্রেপ্তার অভিযানকালে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় তিন পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় উপজাতী নারীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন বিপ্লব। এর আগে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচটের বুড়িরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার মিকো চাকমা (৩০), খাগড়াছড়ি জেলা সদরের জিরোমাইল গ্রামের আথোয়াই মগের মেয়ে মিক্রা মগ (২৫), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার তেভাংছড়া গ্রামের সুশীল জীবন চাকমার ছেলে কল্লোল চাকমা (৩৪), এখই জেলার পানছড়ি থানার কাংচাইরি গ্রামের রাফরু মারমার ছেলে সুইলা মারমা (৩০), রাঙ্গামাটি জেলার লুঙ্গি থানার লম্ব গ্রামে বিন্দু কুমার চাকমার ছেলে রিপন চাকমা (৩৬), খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি থানার নুনছড়ি কংচাই কারবারি পাড়া গ্রামের ক্যাজাইমা মারমার ছেলে ম্যাসামাই মারমা (৪০) ও পাইজা মারমা (৩৫), হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কালেঙ্গা গ্রামের সমাচরণ দেববর্মার ছেলে সুফেন দেব বর্মা (২১), খাগড়াছড়ি জেলার গুইমারা থানার সাইংগুলিপাড়া গ্রামের আথুইবাং এর ছেলে মংনুচিং মারমা (৩২), রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি থানা পশ্চিম ল্যালাঘোনা গ্রামের সমিরন চাকমার ছেলে পুলক চাকমা (২৩), খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার বড়জালাপাড়া গ্রামের মৃত ধনেশ্বর চাকমার ছেলে কমল চাকমা (৩০)। তারা সবাই আশুলিয়ার উত্তর গাজীরচটের বুড়িরবাজার এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।
এছাড়া পলাতক রয়েছেন খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া ইউনিয়নরন কুঞ্জ চাকমার ছেলে আশুতোষ চাকমা (৩১), রাঙ্গামাটি জেলার গেনু চাকমা (৩৪), দিপন চাকমা (৩২) ও জাহিদ (৪৫)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় মিকো চাকমা ও মিক্রা মগের হেফাজতে থাকা ৫২০ লিটার চোলাই মদ উদ্ধার করে তাদের আটক করা হয়। এ সময় আটকরা চিৎকার করলে অন্যান্য আসমিরা এসে ডিবি পুলিশের ওপর হামলা চালায়। একই সঙ্গে মিকো চাকমাকে ডিবি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা। পরে হামলাকারী আসামিদের মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে আরও চার আসামি পলাতক রয়েছেন। এদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় ডিবি পুলিশ।
ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন বিপ্লব বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় দুটি পৃথক মামলা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।