বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজের সভাপতিত্বে কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি।
এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউনুস পালোয়ান, যুগ্ম-সম্পাদক ফজলুল হক ফরহাদ, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মধু, যুগ্ম-সম্পাদক শাখাওয়াত হোসেন শওকত, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব পরামানিক, রুবেল মল্লিক, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন খান জয়, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পরামানিক, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি প্রমুখ।
এসময় দুই শতাধিক দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।