বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় তিন শতাধিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার ধনাইদ ও বাগবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন শতাধিক বাসাবাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ ও কিছু রাইজার জব্দ করা হয়।
এ বিষয়ে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাভার জোনের ব্যবস্থাপক আবু সাদত মো. সায়েম সাংবাদিকদের বলেন, এ এলাকায় এক দেড় মাস আগেও অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। দুস্কৃত কারীরা সাধারণ মানুষদের ভয় ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা নিয়ে তাদের পূনরায় বে-আইনী ভাবে গ্যাস সংযোগ দেয়। এ বিষয়ে আশুলিয়া থানায় দুস্কৃত কারীদের নামে মামলা করা হলেও থেমে থাকে না ঐ অর্থলিপ্সু দুষ্কৃতকারীরা। অবৈধ সংযোগের খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষ লাইন বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করে।
এ সময় উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস সাভার জোনের ব্যবস্থাপক আবু সাদত মো. সায়েম, উপ-ব্যবস্থাপক মো. আনিসুজ্জামানসহ তিতাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
তিতাসের অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন ছিল।