রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় মূল্যতালিকা না থাকায় তিন চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। ওই তিন প্রতিষ্ঠানকে পাঁচ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় চালের আড়তে এ অভিযান চালান ভোক্তা অধিকার অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল।
ভোক্তা অধিকার অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান জানান, মূল্যতালিকা না থাকায় আসিফ রাইস এজেন্সিকে পাঁচ হাজার, মিলন এন্টারপ্রাইজের মালিক মো. শাহজাহান সরকারকে পাঁচ হাজার ও মেসার্স মুন্না রাইস এজেন্সির মালিক শেখ জাকির হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সাধারণ জনগণের ভেতর মূল্যতালিকার বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়।