শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে পোশাক শ্রমিক তরুণীকে দীর্ঘ পাঁচমাস ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে রাজন সরকার (৩০) নামে এক পোশাক শ্রমিকের বিরুদ্ধে। অতপর ওই তরুণী পাঁচ মাসের অন্তসত্বা হয়ে পড়েন। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের হলে দীর্ঘ আট মাস পর তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন। গ্রেপ্তারকৃত রাজন সরকার সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার বেলতৈল এলাকার মৃত ফরিদ আলী সরকারের ছেলে।
ভুক্তভোগী তরুণী বলেন, দীর্ঘদিন যাবৎ মধ্য গাজিরচট এলাকার মাকসুদ আলমের ভাড়াটিয়া বাড়ীতে বসবাস করে তিনি হা-মিম গুরুপের পোশাক কারখানায় চাকরি করে আসছিলেন। একই কর্মস্থলে চাকরির সুবাদে রাজন সরকার নামে এক পোশাক শ্রমিকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে রাজন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার বর্তমান ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয়ে দীর্ঘ পাঁচ মাস বসবাস করেন। দীর্ঘ পাঁচ মাস যাবৎ শারিরিক সম্পর্কের ফলে তিনি পাঁচ মাসের অন্তসত্বা হয়ে পড়েন। পরে তিনি রাজন সরকারকে তার অন্তসত্ত্বার কথা জানিয়ে তাকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করে। রাজন তাকে বিয়ে না করার জন্য বিভিন্ন তালবাহানা শুরু করে। একপর্যায়ে রাজন তার সাথে। যোগাযোগ বন্ধ করে দিয়ে গ্রামের বাড়ি সিরাজগঞ্জে চলে যায়। পরে তিনি আশুলিয়া থানায় উপস্থিত হয়ে রাজন সরকারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(১) ধারায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ২৮ (২) ২২।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, দীর্ঘ আট মাস পলাতক থাকা ধর্ষণ মামলার আসামি রাজন সরকারকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।