বুধবার, ২৮ মে ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
আশুলিয়ায় একটি আঞ্চলিক সড়কের পাশের খাল থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা মোটরসাইকেল দুটি চুরি করে পালাতে না পেরে ফেলে গেছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার আঞ্চলিক সড়কের পাশে খালপাড় থেকে মোরসাইকেল দুটি উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলের পাশ চারটি শীতের জ্যাকেট পাওয়া যায়।
মোটরসাইকেল দুটির মধ্যে একটি টিভিএস কোম্পানীর এপাচি আরটিআর (নম্বরপ্লেট বিহীন) মডেলের ও আরেকটি বাজাজ কোম্পানীর (ঢাকা-হ-৩১-৫৬৫৮) সিটি মডেল।
প্রত্যক্ষদর্শী স্থানীয় সাবেক ইউপি সদস্য হালিম চৌধুরী বলেন, সকালে কাঠের সেতুর নীচে খাল পাড়ে একটি মোরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। এর আরেকটু সামনে আরও একটি মোরসাইকেল একি অবস্থায় দেখা যায়। পরে খোঁজ করে কোন মালিকের সন্ধান না পাওয়ায় পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে মোরসাইকেল দুটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোথাও থেকে চুরি করে মোটরসাইকেল নিয়ে যেতে না পেরে হয়তো ফেলে গেছে।