বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
আশুলিয়া প্রতিনিধি : পুলিশের ওপর হামলা, পুলিশের কাজেবাধা দেওয়া, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগে আশুলিয়ায় বিএনপির ৬৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে আশুলিয়া থানা পুলিশ। মামলায় ২৩ নেতাকর্মী জনের নামউল্লেখ করে অজ্ঞাত আসামী করা হয়েছে ৪০ থেকে ৪৫ জন। এমামলায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।গতকাল শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সবুর খান। এর আগে ভোর রাতে মামলাটি রুজু করা হয়।আসামিরা হলেন, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদকমো.আইয়ুব খান, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মোহন (২৮), আশুলিয়া থানা বিএনপির যুগ্মসম্পাদক জাকির হেসেন, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতিনজরুল ইসলাম (৪৫), আশুলিয়া থানা বিএনপির আইন বিষয়ক সম্পাদক আবু হানিফ মিয়া, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক আমিনুর রহমান(৪৫), ১ নং যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রানা (৪০),সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম (৪০), আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকি দেওয়ান (৪২), ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহবায়ক তমিজ উদ্দিন (৩০), ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন আদর (২৫), ঢাকাজেলা উত্তর ছাত্রদলের নেতা মাহফুজ ইকবাল (৩২), ঢাকা জেলা ছাত্রদলের সাবেক ১ নং যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান সাগর (২৭)সহ২৩ জন নামীয় আসামী ও ৪০ থেকে ৪৫ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে এক নম্বর আসামী সোলাইমান দেওয়ান গ্রেপ্তার করা হয়েছে।এজাহারে উল্লেখ করা হয়েছে, আহত পুলিশ সদস্যরা হল আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন, এএসআই নুরুল ইসলাম-১ ওএএসআই নুরুল ইসলাম-২। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে বেলতলা বাসস্ট্যান্ডে জমায়েত হয় বিএনপির নেতাকর্মীরা। সেখানে পুলিশের উপস্থিতি দেখে হামলা চালায় তারা। আশুলিয়ার ধনিয়াগ্রামের মৃত আলিম উদ্দিন দেওয়ানের ছেলে মো. সোলাইমান দেওয়ানকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ পরিদর্শক(এসআই) আব্দুস সবুর খান বলেন, আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ ঘটনায় তাৎক্ষণিক ১জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত। তবে এ ব্যাপারে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, আশুলিয়ায় এ রকম কোন ঘটনাই ঘটেনি।আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপি’র ঢাকাবিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ মিথ্যা মামলা সাজিয়েছে। এ সব ভুয়া মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদেরদমন করা যাবে না।