বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বন্য প্রাণী পাচারের সময় একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে খাঁচায় বন্দি একটি বিলুপ্তপ্রায় প্রজাতির উল্লুক ও একটি বানর উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠিয়েছে পুলিশ। প্রাণী দুটিকে বন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
প্রাণী দুটি এখনো পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। সরেজমিনে দেখা যায়, গোয়েন্দা পুলিশের কার্যালয়ে প্রাণী দুটির জন্য খাবারের ব্যবস্থা করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, সীমান্তবর্তী এলাকা দিয়ে দেশের বাইরে পাচারের জন্যই প্রাণীগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।
এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আসামি হাদিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
হাদিসুর রহমান কিশোরগঞ্জ সদর থানার কাতিয়ারচর গ্রামের সুলতান মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকার রূপনগর এলাকায় বসবাস করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হাদিসুর স্বীকার করেছেন, প্রাণী দুটিকে চট্টগ্রামের রিয়াজুদ্দিন থেকে নিয়ে এসে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি।
ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেন বলেন, ‘গ্রেপ্তার হাদিসুর রহমানের বিরুদ্ধে এ ধরনের আরো মামলা রয়েছে। হাদিসুর বিপন্ন ও নিষিদ্ধ প্রাণী কৌশলে সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে। প্রাণী দুটি এখনো আমাদের কাছেই আছে, আমরা তাদের খাবার খাইয়ে সুস্থ রাখার চেষ্টা করছি। তাদের বন অধিদপ্তরের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। ’
ঢাকা বিভাগীয় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দপ্তরের বন পরিদর্শক নিগার সুলতানা বলেন, ‘আদালতের নির্দেশনা মতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। উল্লুক একটি বিলুপ্তপ্রায় প্রাণী। দেশে আনুমানিক ৩০০টির মতো উল্লুক রয়েছে। পাচারকারীরা এগুলো ধরে বিদেশে পাচার করে থাকে। ’