রবিবার, ১১ মে ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
আশুলিয়া থেকে মো. টুটুল (৩২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৪) সদস্যরা।
সোমবার (২৩ মে) দুপুরে র্যাব-৪ এর মানিকগঞ্জ শাখার সিপিসির কমান্ডার লে. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার (২২ মে) বিকেলে আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৪ এর মানিকগঞ্জ শাখার সিপিসির কমান্ডার লে. আরিফ হোসেন বলেন, ২০১২ সালের ১১ নভেম্বরে টুটুল নামের ওই ব্যক্তি এক নারীকে অপহরণ করে ধর্ষণ করেন। পরে ওই নারী টুটুলকে প্রধান আসামি করে অপহরণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মানিকগঞ্জের শিবালয় থানায় একটি মামলা দায়ের করেন। পরে আদালত আসামি টুটুলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকেই টুটুল পলাতক ছিলেন।
তিনি আরও বলেন, রোববার বিকেলে আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে শিবালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
লে. আরিফ হোসেন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা গেছে- টুটুল এ দশ বছর বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে গাজীপুর, সাভার, আমিনবাজার ও আশুলিয়ায় আত্মগোপনে ছিলেন।