সোমবার, ১২ মে ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
আশুলিয়ায় এতিম শিশুদের সাথে ইফতার করল স্বেচ্ছাসেবী সংগঠন শিমুলিয়া নবীন সংঘ। এসময় কোরআন থেকে তেলওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়। আজ মঙ্গলবার আশুলিয়ার ধামসোনা ইউপির গোপালবাড়ি মঞ্জুয়ারা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শিমুলিয়া নবীন সংঘের সভাপতি দেলোয়ার হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক তুহিন আহামেদের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, গোপালবাড়ি মঞ্জুয়ারা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রধান মুহতামিম মুফতি মাহাবুবুল হাসান, ভারপ্রাপ্ত সভাপতি হাজী সবদর বেপারী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আজিজুল হক মাস্টার এবং এতিমখানার ৪০ এতিম শিশুসহ প্রায় শতাধিক লোকজন।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, শিমুলিয়া নবীন সংঘের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক ইমরান হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সোহেল আরমান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কৃষ্ণ চন্দ্র সরকার, জুবায়ের মাহামুদসহ অন্যান্য সদস্যবৃন্দ।