বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় আট দিন ধরে সিহাব খান (১৩) নামে এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার স্বজনেরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। নিখোঁজ সিহাব খান গোপালগঞ্জের কোটালিপাড়া থানার গোপালপুর গ্রামের আকরাম খানের ছেলে।
জিডি ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ সিহাবের বাবা আশুলিয়ার নিশ্চিন্তপুরে এলাকায় ভাড়া বাসায় থাকেন। বিভিন্ন এলাকায় ফেরি করে লেপ-তোষক বিক্রি করেন। সিহাব দারুল আকরাম হোসাইনিয়া কওমি মাদ্রাসায় শিক্ষার্থী। গত ২০ নভেম্বর মাদ্রাসা থেকে খাবার খাওয়ার জন্য বাসায় যায় সে। দুপুরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গত ২৪ নভেম্বর ছেলের নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় জিডি করেন আকরাম।
নিখোঁজের পিতা আকরাম খান জানান, আশুলিয়ার বিভিন্ন স্থানসহ মাদ্রাসা, আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। ছেলের নিখোঁজের ঘটনায় তাদের উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে। এ ব্যাপারে তিনি পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) কাগজ হাতে পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।