শনিবার, ০৩ মে ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : সারাদেশে গৃহহীন পরিবারকে জমিসহ বাড়ি করে দেয়ার জন্য আশ্রয়ণ প্রকল্পের জন্য আরও এক হাজার কোটি টাকা ছাড় দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলদের শপথ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, মুজিববর্ষে কোনো মানুষ গৃহহীন থাকবে না। আমরা ৮ লাখ পরিবারকে বাড়ি করে দেয়ার জন্য কাজ করছি। এরইমধ্যে ৭০ হাজার পরিবারকে জমিসহ পাকা ঘর করে দেয়া হয়েছে। আজকেই আরও এক লাখ পরিবারকে জমিসহ ঘর করে দেয়ার জন্য এক হাজার কোটি টাকা ছাড় দেয়া হয়েছে।
চসিকের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের এলাকায় গৃহহীন থাকলে সেটির তালিকা করে পাঠান। কেউ যেন গৃহহীন না থাকে, খেয়াল রাখতে হবে।
সরকার প্রধান বলেন, নির্বাচনের আগে যেভাবে মানুষের কাছে গেছেন, শপথের পরও সেভাবে মানুষের কাছে যেতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে, এটিই কিন্তু শেষ নির্বাচন নয়।
এ সময় প্রধানমন্ত্রী তার সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে বলেন, আমরা চট্টগ্রামের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছি, এগুলো যাতে যথা সময়ে সম্পন্ন হয়, খেয়াল রাখতে হবে।
এদিন ওসমানী স্মৃতি মিলনায়তনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলদের শপথ অনুষ্ঠান হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিয়ম অনুযায়ী মেয়র রেজাউল করিম চৌধুরীর শপথ পড়ান প্রধানমন্ত্রী। এরপর কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
এসএস