মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
চিকিৎসকের এই তথ্যে স্বস্তির নিঃশ্বাস নেন এসআই নয়ন। এসব তথ্য জানিয়ে বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে তিনি বলেন, ‘একটি পোশাক কারখানার মেশিন বিক্রির প্রতারণা মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয় আসামি রাসেলসহ (৩৬) তিনজনকে। গতকাল বুধবার সকালে ১৬৪ ধারায় আদালতে জবাবনবন্দি দেওয়ার কথা ছিল। আদালতে রওনা হওয়ার আগেই রাসেল অসুস্থতার কথা বলে অচেতন হয়ে পড়ে ও মুখ দিয়ে লালা বের হতে থাকে। পরে চিকিৎসকদের কথায় বুঝলাম এটা ছিল রাসেলের অভিনয়। যাতে আদালতে জবানবন্দি দিতে না হয়।’
আসামি রাসেলের বরাত দিয়ে তিনি আরো বলেন, ‘রাসেল নিজেও পরে স্বীকার করেছে, সে অসুস্থতার ভান ধরেছিল। যাতে রিমান্ডে কোনো চাপ সৃষ্টি না করা হয় এবং আদালতে যেতে না হয়। তাকে বোঝানোর পর সে আদালতে জবানবন্দি দিয়েছে।’
আসামি রাসেলের গ্রামের বাড়ির বাগেরহাটের মোরেলগঞ্জে। বর্তমানে রাজধানীর মিরপুরে পরিবারসহ বসবাস করেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
আশুলিয়ার গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও রেজিস্ট্রার ডা. রতন গীর কবির বলেন, ‘বুধবার সকালে আশুলিয়া থানা থেকে পুলিশ রাসেল নামে একজন রোগীকে নিয়ে আসছিল। তার বুকে ব্যথা ও বমির কথা জানায়। আমরা বুকের ইসিজিসহ কিছু পরীক্ষা-নিরীক্ষা করে সব নরমাল পেয়েছি। রোগীর তেমন কোনো সমস্যা আমরা পাইনি। পরে ছাড়পত্র দিয়ে দিই।’