মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
বিজিবির হাতে ইয়াবাসহ আটক যুবক মো. হাফেজ আহমেদ।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : টেকনাফে নাফ নদীতে সাঁতার কেটে ইয়াবার বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় মো. হাফেজ আহমেদ (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে বিজিবি।
ওই যুবক টেকনাফের জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা। বাবার নাম আলী হোসেন।
সূত্র জানায়, শনিবার ভোর ৪টায় ওই যুবক নাফ নদী সাঁতরিয়ে ইয়াবার বস্তা নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছিলেন। তখন তিনি টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির বিশেষ টহল দলের হাতে ধরা পড়েন।
পরে বস্তাটি ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৪৪ হাজার ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য এক কোটি ৩২ লাখ টাকা।
টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানিয়েছেন, আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম