সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই দেশে উগ্র সাম্প্রদায়িকতার উৎসমুখ উন্মুক্ত করেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সম্মেলনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় ৫ম ধাপের পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অন্যান্য ধাপের মতো আগামীকালের নির্বাচনেও সরকার কোনো হস্তক্ষেপ করবে না।