মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ : রাজশাহীর তানোরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে মেজবাউল ইসলাম (৩৫) নামে এক ধান ব্যবসায়ী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এ ঘটনা ঘটে।
মেজবাউল ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র। তিনি একজন ধান ব্যবসায়ী ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, মেজবাউল একজন ধান ব্যবসায়ী। ব্যবসায় ক্ষতি হলে হওয়ায় তিনি ঋণগ্রস্ত হন। বিভিন্ন এনজিও এবং পরিচিত ব্যক্তিরা তার কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা পাবে। সময় মতো কারো টাকা পরিশোধ করতে না পেরে নিরুপায় হয়ে তিনি নিজ বাড়ির বারান্দায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তানোর থানার ওসির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম বলেন, আমরা প্রাথমিকভাবে জেনেছি ঋণের দায়ে মেজবাউল আত্মহত্যা করেন। থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম