রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : আগামী ২৭ জানুয়ারি একজন নার্সকে টিকা দেওয়ার মধ্য দিয়ে প্রাথমিক করোনার টিকা দেওয়ার কাজ শুরু হবে। ভার্চুয়ালি যুক্ত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৩ জানুয়ারি) রাজধানীর কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য সচিব আবদুল মান্নান এ তথ্য জানান।
তিনি জানান, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে।
এর আগে বুধবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভ্যাকসিন বিষয়ক এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব আব্দুল মানান জানিয়েছিলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম দিন ২০ থেকে ২৫ জনকে টিকা দেওয়ার মধ্য দিয়ে করোনার টিকাদান কার্যক্রম শুরু হবে।
এসএস