সোমবার, ১২ মে ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
ফাইল ছবি
স্পোর্টস রিপোর্টার : পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপের চুক্তি আছে ২০২২ সাল পর্যন্ত। তবে শেষ দেড় বছরে নিজের পারফরম্যান্স দিয়ে ইউরোপের প্রবল কাঙ্ক্ষিত ফুটবলার বনে গেছেন ফরাসি ফরোয়ার্ড। তার মেয়াদের দুই বছর থাকতেই তাকে নতুন চুক্তিতে সই করাতে চায় পিএসজি।
ফরাসি সংবাদ মাধ্যম জানাচ্ছে নতুন চুক্তিতে তার বেতনের অঙ্কটা হবে ২৫ মিলিয়ন ইউরো! মেয়াদ হবে ২০২৫ সাল পর্যন্ত। তাকে এমন লোভনীয় চুক্তির প্রস্তাব দেওয়ার কারণ হচ্ছে নেইমারের সম্ভাব্য দলবদল।
স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা জানাচ্ছে, আগামী গ্রীষ্মেই দল ছাড়বেন নেইমার। গন্তব্য রিয়াল মাদ্রিদ অথবা বার্সেলোনা। তবে পিএসজি যে কোনো মূল্যেই এমবাপেকে ছাড়তে রাজি নয়। তারই ফলে এমবাপে পেয়েছেন এমন লোভনীয় প্রস্তাব।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম