সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
প্রতীকী ছবি
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। থানা পুলিশ এ ঘটনার অভিযোগে রামপুর ইউনিয়নের চাড়িয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ইউসুফ আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে। তাকে সোমবার আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইউসুফ আলীর সঙ্গে একই উপজেলার গালাগাও ইউনিয়নের চরপাড়া গ্রামের এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর সঙ্গে ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সূত্র ধরেই তাকে অপহরণের পর ধর্ষণ করে।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, ২৬ জানুয়ারি সকালে ইউসুফ আলী ওই কিশোরীকে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে দিনভর ধর্ষণ করে রাত ১০টার দিকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকি দেয়। বিষয়টি পরিবারকে জানালে রবিবার রাতে ইউসুফ আলীকে আসামি করে থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেন কিশোরীর বাবা।
মামলার প্রেক্ষিতে ইউসুফ আলীকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএস