মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
বাংলাদেশ দলের দুই নারী ক্রিকেটার। ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার নিগার সুলতানার ১১৩ ও ফারজানা হকের ১১০ রানের সুবাদে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেটে ২৫৫ রান করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশ বোলারদের তোপে ১২ দশমিক ১ ওভারে মাত্র ৬ রানে অলআউট হয় মালদ্বীপ। বল হাতে বাংলাদেশের রিতু মনি ও সালমা খাতুন ৩টি করে উইকেট নেন।
এদিকে আজ শুক্রবার নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১১৮ রান তোলে লঙ্কানরা। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৭ রান করে স্বাগতিক নেপাল।
পোখরায় আগামী রবিবার ফাইনালে স্বর্ণ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে খেলতে যাওয়া বাংলাদেশ স্বর্ণ পদক থেকে মাত্র একটি জয় দূরে। তার আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার ব্রোঞ্জের লড়াইয়ে নামবে নেপাল ও মালদ্বীপ।
দৈনিকবিডিনিউজ৩৬০/এমএস