সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজার জেলায় ছোটন দেব (২৯) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আইসিতে সাত দিন যুদ্ধ করে বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে ঢাকা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি । গত ১০ জুন করোনা পজিটিভ হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।
শারীরিক অবস্থার অবনতি হলে এক সপ্তাহ আগে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয় তাকে। অবশেষে একমাসের বেশি সময় ধরে যুদ্ধ করে করোনার সাথে হারতে হয় এই করোনা যোদ্ধাকে। মৃত পুলিশ সদস্য ছোটন দেব এর বাড়ি চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার বাতাজুড়ি গ্রামের ধামদর হাট এলাকা । সে উক্ত গ্রামের সাধন দেব এর ছেলে।
কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, মৃত্যুবরণকারী ছোটন দেব অত্যন্ত সাহসী, বিনয়ী ও সহজ-সরল হিসেবে সবার কাছে পরিচিত। তার এই চলে যাওয়া আমাদের এবং তার পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। কক্সবাজার জেলার প্রতিটি পুলিশ সদস্যের পক্ষ থেকে আমি তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং একই সাথে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার মৃত্যুতে জেলা পুলিশের পক্ষ থেকে ও শোক জানানো হয়।
এসএস