রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : মুম্বাই পৌঁছালেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। তবে কোনো নতুন সিনেমার শুটিং নয়, বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা করতে গিয়েছেন তিনি। সেখানে মুম্বাই ক্রাইম অফিসে নিজের বক্তব্য রেকর্ড করিয়েছেন হৃতিক।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কঙ্গনার বিরুদ্ধে দায়ের করা মামলায় নিজের বক্তব্য জানান এই সুপারস্টার।
বলিউডের এই দুই তারকার মাঝে ঝামেলার শুরু ২০১৪ সালের শেষ ভাগের দিকে। যখন মিডিয়াতে গুঞ্জন দুইজনের প্রেমের সম্পর্ক নিয়ে। হৃতিকের ভাষ্যমতে সেই সময় কঙ্গনা তাকে সময় নানা মেইল পাঠাতেন যা তার উপর মানসিক চাপ প্রয়োগ করতো।
তবে ২০১৬ সালে একটি সাক্ষাৎকার চলাকালীন কঙ্গনা যখন তাকে ‘সিলি এক্স’ বলে সম্বোধন করেন হৃতিক তখন তার মানহানির প্রসঙ্গ টেনে ভারতীয় দণ্ডবিধির ৪১৯-এর ৬৬ (সি এবং ডি) ধারায় মামলা করেন।
চলমান এই বিতর্ক নিয়ে অবশ্য মন্তব্য করা থেকে পিছু হটেননি কঙ্গনা। এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘পুরো দুনিয়া যখন এক জায়গা থেকে অন্য জায়গায় আর আমরা এখনো রয়ে গেছি ‘সিলি এক্স’ শব্দ নিয়ে।’