বুধবার, ১৬ Jul ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : কিট দিয়ে করোনাভাইরাসের (কোভিড-১৯) অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রোববার (২৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনেক দিনের দাবি ছিল অ্যান্টিবডি পরীক্ষার বিষয়টি। আমরা এখন থেকে অ্যান্টিবডি টেস্ট করার অনুমতি দিয়ে দিচ্ছি। এটা অনেকেরই দাবি ছিল।’
তিনি আরও বলেন, ‘২০ লাখ ভ্যাকসিন আমরা পেয়ে গেছি। আগামীকাল (সোমবার) আমাদের আরও ৫০ লাখ ভ্যাকসিন আসবে আশা করছি। এজন্য সকল প্রস্তুতি নেয়া হয়ে গেছে।’
এসএস